logo১. আধুনিক সমৃদ্ধ ল্যাব।
২. খুলনার একমাত্র RPL সেন্টার।
৩.স্কিলস কম্পিটিশন এ জাতীয় পর্যায়ে ১৫ তম স্থান অধিকার।
৪. STEP কতৃক মাসিক ৮০০/- হারে বৃত্তি প্রদান।
৫. পড়া কালিন সময়ে বাবা/অভিভাবক মারা গেলে ফ্রি পড়ার সুযোগ।
৬. মেধাবী ও দরিদ্র‍্যদের উপস্থিতির ও ফলাফল এর ভিত্তিতে হোস্টেলে থাকা ফ্রি।

৭. বিদেশে চাকুরির সুযোগ রয়েছে।

৮. BNCC এর ক্যাডেট হওয়ার সুযোগ রয়েছে।

৯. অফিসার পদে ISSB -তে সরাসরি যোগদানের সুবিধা।

১০. সৈনিক পদে যোগদানের ক্ষেত্রে বিশেষ কোটায় চাকুরির সুবিধা।

১১. UK এবং সুইজার ল্যান্ড কতৃক নির্বাচিত খুলনা অঞ্চলে একমাত্র Skills Development Training Center.

১২. মেয়েদের মাসিক বেতন ফ্রি।

১৩. খুলনা জেলায় সবথেকে কম খরচে পড়ার সুযোগ।

১৪. মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও প্রতিবন্ধীদের বিনাবেতনে পড়ার সুযোগ রয়েছে।

১৫. লাইব্রেরি থেকে দৈনন্দিন ও ১ম সেমিস্টারের (৬ মাসের) জন্যে এককালীন বই নিয়ে পড়ার সুযোগ রয়েছে।

সর্বপরি ভালো রেজালে ও চাকরির নিশ্চয়তা প্রদান।

 

হোস্টেল সুবিধা

ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে কম খরচে উন্নত ও সস্থসম্মত পরিবেশে ক্যাম্পাস সংলগ্ন হোস্টেল। রয়েছে সর্বাক্ষণিক বিদ্যুৎ ব্যাবস্থা। ক্রীড়ামোদি ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে সকল প্রকার ধেলাধুলার পাশাপাশি সাবাক্ষণিক নিরাপত্তা ব্যাবস্থা।

 

Print Friendly