11 Jun / 2017

ভর্তি চলছে,…ভর্তি চলছে,…..ভর্তি চলছে,…

সুন্দরবন ইন্সটিটিউট অব টেকনোলজি”-তে ভর্তি চলছে

S.S.C=পাশের পর শিক্ষা জীবনে তুলনামূলক কম সময়ে জীবনবান্ধব শিক্ষা পদ্ধতি অনুসরণে কোর্স সমাপ্তি আর কোর্স শেষে চাকরির নিশ্চয়তা পেতে চাও? পৌঁছাতে চাও আলোর উৎসমুখে? উজ্জল আলোকছটায় আলোকিত করে তুলতে চাও তোমার জীবন? তাহলে আজই ভর্তি হয়ে যাও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ। চলে অাসো- “সুন্দরবন ইন্সটিটিউট অব টেকনোলজি”,
খুলনাতে__
যোগাযোগ–০১৭৩৩৩৫৯৭৯৯,০১৭৩৩৩৫৯৭৯৬।

১. আধুনিক সমৃদ্ধ ল্যাব
২. খুলনার একমাত্র RPL সেন্টার
৩.স্কিলস কম্পিটিশন এ জাতীয় পর্যায়ে ১৫ তম স্থান অধিকার
৪. মাসিক ৮০০/- হারে বৃত্তি প্রদান
৫. পড়া কালিন সময়ে বাবা/অভিভাবক মারা গেলে ফ্রি পড়ার সুযোগ।
৬. মেধাবী ও দরিদ্র‍্যদের উপস্থিতির ও ফলাফল এর ভিত্তিতে হোস্টেলে থাকা ফ্রি।

ভর্তির সর্বনিম্ন যোগ্যতা: ২০০৮ বা তারপর যে কোন সালে যে কোন গ্রুপ হতে এসএসসি/এসএসসি (ভোকেশনাল)/দাখিল বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ প্রাপ্ত। “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে ভর্তি চলছে। তাই আসন পূর্ণ হবার আগেই ভর্তি হও এবং গড়ে তোলো তোমার স্বপ্নিল জীবন।
যোগাযোগ–০১৭৩৩৩৫৯৭৯৬

Print Friendly